মোঃ শাহজাহান বাশার
সিনিয়র স্টাফ রিপোর্টার
ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায় হলো ভারত উপমহাদেশে ইসলামের আগমন। বহু মানুষ মনে করেন, ইসলাম এখানে এসেছে কেবল রাজনৈতিক শক্তি বা যুদ্ধের মাধ্যমে। কিন্তু সত্য হলো—ইসলামের প্রকৃত প্রসার ঘটেছে আল্লাহর প্রিয় মোহসেন ওলীদের উসিলায়, তাঁদের ত্যাগ, আধ্যাত্মিক জ্ঞান, প্রেম, দয়া ও মানবিক আচরণের মাধ্যমে।
আল্লাহর ওলীরা, যাদের অন্তরে ছিল রাসুলুল্লাহ ﷺ এর সুন্নাহর আলো, তাঁরা মানুষের কাছে ইসলামকে তুলে ধরেছেন ভালোবাসা, ন্যায়, ও আত্মত্যাগের ভাষায়। তাঁরা কারো সঙ্গে বিরোধ নয়, বরং মিলন ঘটিয়েছেন অন্তরের। মসজিদ ও খানকাহে বসে, গ্রামে-গঞ্জে, পথে-প্রান্তরে গিয়ে, মানুষের দুঃখে-সুখে পাশে দাঁড়িয়ে তাঁরা হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
চট্টগ্রামের শাহ সুফি সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.), মাইজভান্ডারের গাউছুল আজম হযরত সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কাঃছিঃআ), দিল্লির খাজা মইনুদ্দীন চিশতী (রহ.), হযরত নিজামুদ্দীন আউলিয়া (রহ.), পাঞ্জাবের দাতা গঞ্জবখশ আলী হুজরী (রহ.)—এমন অসংখ্য ওলী আল্লাহর দ্বীনের সৌরভ ছড়িয়ে দিয়েছেন পুরো উপমহাদেশে।
তাঁদের জীবন ছিল কোরআন ও সুন্নাহর বাস্তব প্রতিফলন। তাঁরা শিখিয়েছেন—ইসলামের শক্তি তলোয়ারে নয়, বরং হেদায়েতের আলো, সত্যের আহ্বান ও মানবিকতার মাধুর্যে। হাজারো হিন্দু, বৌদ্ধ, শিখ ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাঁদের চরিত্রে মোহিত হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।
আজকের যুগে, যখন বিভক্তি ও মতবিরোধ মুসলমানদের দুর্বল করছে, তখন আমাদের উচিত সেই ওলীদের শিক্ষা ও জীবনধারা অনুসরণ করা। আমরা যদি তাঁদের মতো দয়া, ক্ষমা, সহনশীলতা, সেবা ও সত্য প্রচারের গুণ ধারণ করতে পারি, তবে আবারও ইসলামের সৌন্দর্য মানুষের অন্তরে পৌঁছাবে।
ইসলামের মূল শিক্ষা হলো—"তোমরা দুনিয়ায় করুণাময় হও, তবে আসমানের মালিক তোমাদের প্রতি করুণা করবেন।" (তিরমিজি)
আল্লাহর ওলীরা এ শিক্ষাকে জীবন্ত করেছেন তাঁদের প্রতিটি কাজ ও আচরণে। তাঁদের উসিলায় আসা এই ইসলাম আজও কোটি কোটি মানুষের ঈমানের আলো হয়ে আছে।
তাই আসুন, আমরা সকল মতের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, ওলীদের দেখানো ভালোবাসা ও সত্যের পথে ফিরে আসি। কারণ ইসলাম এসেছে শান্তির ধর্ম হিসেবে, আর সেই শান্তির সুগন্ধ এনেছিলেন আল্লাহর প্রিয় মোহসেন ওলীরা।